কর্মকর্তার দখলে থাকা রেলওয়ের জায়গা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:০৮,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
অবৈধভাবে দখলে থাকা ১০ শতক জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জায়গাটি রেলওয়ের এক কর্মকর্তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দীন বাংলানিউজকে জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি ফাইন্যানশিয়াল অ্যাডভাইজার জামাল উদ্দীন তার বাসার পেছনে এ জমিটি অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিলেন। ওনাকে ছয়বার নোটিশ দেয়া হলেও ওনি সেটার তোয়াক্কা না করে জায়গাটি দখল করে রাখেন। সর্বশেষ ৩ মাসের সময় দেয়ার পরও তিনি জায়গাটি ছেড়ে না দেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করেছি।’
অভিযানের সময় রেলওয়ের জায়গায় অবৈধভাবে পাওয়া টাইলসগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন,‘দীর্ঘদিন ধরে দখলে থাকা রেলওয়ের একটি জায়গা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ চালিয়ে উদ্ধার করা হয়েছে।’