কর্নেল অলিকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত হয়েছে : ৯:৩৪:৪০,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল(অব.) অলি আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক রামমোহন নাথ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
কর্নেল(অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য তাকে এ জিজ্ঞসাবাদ করা হয়। তিনি অনেক আগেই কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেছেন।
কর্নেল(অব.) অলি সাংবাদিকদের বলেন, ১৯৯৬ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। আর ওই ধারাবাহিকতায় দুদক তাকে সম্পদ বিবরণীর নোটিশ করেছে।
তিনি বলেন, দেশের একজন সুনাগরিক হিসেবে তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন।
কর্ণেল (অব.) অলি আহমেদ বলেন, জনৈক এস আহমেদ মিয়া তার বিরুদ্ধে দুদকে একটা আবেদন করেন যে, তিনি (অলি) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছি। এটা নিয়ে হাইকোর্টে ও জেলা কোর্টে মামলা হয়েছে। পরবর্তী সময়ে দুদক থেকে তাকে সম্পদ বিবরণী নোটিশ দেয়া হয়েছে।
তিনি গতবছর ২৫ সেপ্টেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দিয়েছেন। আজ ওই বিবরণী সম্পর্তে কিছু তথ্য জানাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, কেউ দুর্নীতি করলে তার শাস্তি হওয়া উচিত। (অলি) আমি জীবনে কোনো হারাম রোজগার করিনি। বাকি জীবনেও করব না।