কম্পিউটার গোলযোগ: বৃটেনে ফ্লাইট বাতিল, দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১:১৩:২৩,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বৃটেনের বিমান চলাচল নিয়ন্ত্রক কেন্দ্রের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের গোলযোগের কারণে গতকাল লন্ডনের সব বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। অনাকাক্সিক্ষত এ সমস্যার কারণে বহু বিমানের যাত্রা বাতিলসহ বিলম্বের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। লন্ডনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রো ও গ্যাটউইকের বেশ কয়েকটি বিমানের যাত্রা বাতিল করা হয় এবং স্বাভাবিকভাবে বিমান চলাচলে প্রায় ১ ঘণ্টা বিলম্ব হয়। দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। গতকাল হিথ্রো বিমানবন্দরের ১,৩০০ বিমানের মধ্যে ৮৪টি বিমানের যাত্রা বাতিল করা হয়। গ্যাটউইক বিমানবন্দরে ১৯টি ফ্লাইট বাতিল করা হয় ও প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়। আরও ১২টিরও বেশি বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস) জানিয়েছে, সোয়ানউইক সেন্টারের কম্পিউটার সেন্টারে সমস্যা দেখা দেয়ায়, লন্ডনের বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে সমস্যার সমাধান করা হয় এবং বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ইউরোপের এয়ার সেইফটি রেগুলেটর ইউরোকন্ট্রোল গ্রীনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ল-নে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এদিকে বিমান চলাচল ব্যাহত হওয়ার এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে এ ঘটনায় ‘পূর্ণাঙ্গ ব্যাখ্যা’ চেয়েছে সরকার। ন্যাটসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অনাকাক্সিক্ষত এ দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।