কমলগঞ্জে হামলা চালিয়ে ইন্স্যুরেন্স কোম্পানীর মাঠকর্মীর মোটরসাইকেল ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:২৯,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দুর্বৃত্ত হামলা চালিয়ে এক ইন্স্যুরেন্স কোম্পানীর মাঠকর্মীর সাইকেল ছিনতাই করে নেয়। আহত মোটরসাইকেল আরোহী গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যা রাত সাড়ে সাতটায় ইসলামপুর ইউনিয়নের পাথারিগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রডাক্টিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাঠকর্মী নীল কান্ত সিংহ (৩৫) জানান, পেশাগত কাজ শেষে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রামের বাড়ি ইসলামপুর ইউনিয়নের পাথারিগাঁও যাবার পথে দুই দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে জখম করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেনননি বলে জানান। কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এমনকি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ইন্স্যুরেন্স কর্মীর সাথে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। উপ পরিদর্শক জাহিদ আরো জানান, প্রাথমিক ধারনায় বোঝা যাচ্ছে, পূর্ব বিরোধে কোন প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।