কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:৪৯,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
কমলগঞ্জ প্রতিনিধি: “সমবায় শক্তি- সমবায় মুক্তি, আর্থ- সামাজিক নিরাপত্তায় সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী উপজেলা চৌমুহনী চত্বর ঘুরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভুঁইয়া, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু। সমবায় মাঠ সংগঠক আকরাম হোসেন ভূঁইয়ার উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি পিন্টু দেবনাথ, মৌপবিস এর সচিব মোস্তফা কামাল, সমবায়ী শ্যাম সিংহ, কয়েছ আহমদ, শাহীন মিয়া, রমজান আলী, আরিফ মিয়া প্রমুখ।
বক্তরা ঐক্যবদ্ধভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সমবায়ীদের যার যার অবস্থান থেকে কাজ করার জন্য গুরুত্বরোপ করেন।