কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৫:২৬:২১,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ: “লড়ছে যুব লড়বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই”। এই প্রতিপাদ্য সামনের রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও সদনপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ আলোচনা সভা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
আলোচনা সভা শেষে ৪ জনকে ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ ও গাভী পালন ও নার্সারী প্রশিক্ষনের ৭০ জনকে সনদপত্র বিতরণ করা হয়।