কমলগঞ্জে চোরাই গর্জন কাঠ বোঝাই ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ৪:০৬:৫৭,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগ অভিযান চালিয়ে ৮০ ঘনফুট গর্জন কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে। বুধবার রাত সাড়ে সাতটায় কমলগঞ্জ-শমশেরনগর সড়কের বড়চেগ গ্রামের সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজকান্দি বনরেঞ্জের সহযোগী কর্মকর্তা সিরাজুল হকের নেতৃত্বে বনকর্মীরা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট-ড-১১-১০৭৩ নম্বরের একটি ট্রাক আটকান। আটকানো ট্রাক তল্লাশি করে ৩২ টুকরোয় ৮০ ঘনফুট চোরাই গর্জন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের মূল্য ২৪ হাজার টাকা হবে বলে বনকর্মীরা জানান। রাজকান্দি বনরেঞ্জের সহযোগী কর্মকর্তা সিরাজুল হক চোরাই গর্জন কাঠসহ ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠসহ ট্রাকটি জব্দ করে রাজকান্দি বনরেঞ্জ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার বন আইনে একটি মামলা করা হয় বলে বন বিভাগ সূত্রে জানা যায়।