কমলগঞ্জের মুন্সীবাজার ব্রিক্স ফিল্ড পাহারাদারের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:০১:৩৮,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এমএমবি বিক্স ফিল্ডের পাহারাদার আকবর আলীর (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।
জানা যায়, বৃস্পতিবার ১ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে পাহারাদার আকবর আলী ওরফে আকল মিয়া ইট পুড়ানোর জন্য হাওয়া চালিত জেনারেটারের পাশে গেলে গায়ের কাপড় জেনারেটারের বেল্টে লেগে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃত লাশ উদ্ধার করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনামুল হক বলেন, একটি অনাকাঙ্খিত দূর্ঘটনায় আকবর আলীর মৃত্যু হয়েছে। এব্যাপারে কমলগঞ্জ থানার অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এমএমবি বিক্স ফিল্ডের মালিক রুমেল আহমেদ তরফদার এ প্রতিনিধিকে বলেন, আকবর আলী ১০ বছর ধরে পাহারাদার হিসাবে ফিল্ডে কাজ করছেন। খুবই বিশ্বস্থ লোক ছিলেন। একটি অনাকাঙ্খিত দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।