কবীর সুমন বহুগামী: তসলিমা
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:৩৭,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: কখনো তিনি প্রতিবাদী সংসদ সদস্য, কখনো বা বাংলা গানের মোড় ঘুরিয়ে দেয়া গায়ক, কখনো বা তুখোড় সাংবাদিক। তিনি কবীর সুমন।
তাকেই ক্ষমতালোভী, অর্থলোভী বলে নিজের ফেসবুক ওয়ালে তোপ দাগলেন তসলিমা নাসরিন। সব পরিচয় ছাপিয়ে ‘বিতর্কিত’ লেখিকার তকমাই এখন আর একমাত্র সম্বল।
তসলিমার দাবি, ক্ষমতার বড় লোভ সুমনের। টাকা পয়সারও লোভ প্রচণ্ড। অথচ কী ভীষণ আদর্শবাদী বলে ভাবতাম মানুষটাকে। এখনো অবশ্য প্রচুর লোককে বোকা বানিয়ে চলছেন। অভিনয় ভালো জানেন বলে এটি সম্ভব হচ্ছে।
এ নির্বাসিত লেখিকা দাবি করেছেন, বহু নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে সুমনের। কিন্তু তসলিমার চোখে সুমন নারীবিরোধী।
ফেসবুকে তসলিমা লিখেছেন, সুমন বলেছেন বহু নারীর সঙ্গে সম্পর্ক তার। কিন্তু তিনি যে বড্ড নারীবিরোধী লোক। তার জার্মান বউ মারিয়াকে তিনি শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নির্যাতন করতেন। মারিয়া মামলা করেছিলেন সুমনের বিরুদ্ধে।
শুনেছি ক্ষমতার লোকেরা তাকে জামিন পেতে সাহায্য করেছিলেন। মারিয়ার ফ্ল্যাট, জিনিসপত্র- কিছুই নাকি সুমন তাকে ফেরত দেননি। মারিয়া শেষ পর্যন্ত সুমনকে ডিভোর্স দিয়ে খালি হাতে জার্মানিতে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।
যদিও তসলিমার এ অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত সুমন কোনো বিবৃতি দেননি। কিন্তু তসলিমার এ অভিযোগ কতটা সত্যি? মানুষ সুমনের অন্দরমহল কি এতটাই কদর্য? নাকি পুরনো কোনো রাগ মেটাতে তসলিমার এ অভিযোগ?