কবির কাছে পরীর প্রেমের চিঠি
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫২,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: এখন আর কেউ চিঠি লেখেন না, এসএমএস, ফেসবুক, ইমেইল এসব মাধ্যেমেই লেখালেখির নয়া ভাষা তৈরি হয়েছে। প্রযুক্তির বিকাশের কারণে হারিয়ে গেছে কাগজে কলমে লেখা চিঠির প্রচলন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলামেইল সংগ্রহ করেছে একটি চিঠি। এ চিঠি চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির লেখা। তিনি তার প্রিয় কবিকে লিখেছেন একটি চিঠি। সেই চিঠিটি প্রকাশ করা হল বাংলামেইল পাঠকদের জন্য…
প্রিয় কবি
হে প্রেম আমার। যেদিন থেকে প্রেম শব্দটা বুঝতে পেরেছি সেদিন থেকে এই প্রেমে তোমাকেই খুঁজেছি। আমার বিশ্বাস তুমি আছ। একদিন তুমি ঠিকই ধরা দিবে আমাকে। আমার সামনে এসে দুচোখে তাকিয়ে শক্ত করে আমার হাত দুটি ধরে ফিসফিস করে বলবে, প্রিয়া এই দেখ আমি এসেছি। তোমার রবি, তোমার কবি, তোমার প্রেম, আজ তোমার সামনে দাঁড়িয়ে।
আর আমি অবাক হয়ে শুধু দেখব তোমায়। কবি জান? আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি তোমার। তোমায় খুঁজে বেড়াই সকালের মিষ্টি রোদে। খুঁজে পাই ঐ নীল আকাশে…দীঘির জলে। বৃষ্টির ফোটায়, ফুলের সুবাসে, মাতাল হাওয়ায়, সন্ধ্যার গোধূলিতে…।
তোমার জন্য এ হৃদয়ে ভালোবাসার ফুলসজ্জা সাজিয়ে রেখেছি। ফিরে এসো তুমি। একবার একবার একবার শুধু একবার…। শুধুই একবার…তোমার অপেক্ষায়…
ইতি
তোমার পরীমণি
[আমার এই চিঠি পড়ে যদি কারো মনে হয় এগুলো শুধুই লেখা তাহলে ভুল। এগুলো আমার হৃদয়ের কথা। একজন রবীন্দ্রনাথ প্রেমীর প্রেমের কথা।]