কঠোরভাবে দায়িত্ব পালন করুন : পুলিশকে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:১১:৫১,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পুলিশকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করুন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা অগ্রগণ্য। এক্ষেত্রে যেকোনো ব্যবস্থাগ্রহণের স্বাধীনতা পুলিশের দেয়া হচ্ছে। আপনারা শুধু জনগণের জান-মালের নিশ্চয়তা দিতে প্রয়োজনে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করুন। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের দমন করতে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।