কক্সবাজারে ২ বাসের সংঘর্ষে নিহত ৩ : আহত ১০
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:০২,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বানিয়ারছড়া স্টেশন এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিক বাস ও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরো ১ জন অজ্ঞাতপরিচয় নারী মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ দুর্ঘটনার খবর জানতে পেরেছি। এ ঘটনায় চিরিঙ্গা হাইওয়ে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।