ওয়ানডের আত্মবিশ্বাস টি২০-তে —মাশরাফি
প্রকাশিত হয়েছে : ৮:২৮:২৩,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তান কিন্তু বেশ শক্তিশালী দল। টি২০-তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসও খুব একটা ভালো নয়। সাত ম্যাচের সবগুলোতেই হার। এর মধ্যে নিজেদের মাঠে গত বছর টি২০ বিশ্বকাপে বড় ব্যবধানে হার মেনেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার আত্মবিশ্বাসের কারণেই এবার টি২০-তেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে, পাকিস্তান এ ফরম্যাটে অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও মাঠে তাৎক্ষণিকভাবে যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তারাই জিতবে।
এ আত্মবিশ্বাসের ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘অবশ্যই জেতার আশা করছি। যেভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, বোলাররা বোলিং করছে, সেটা ধরে রাখতে পারলে অবশ্যই সুযোগ থাকবে। আমরা খুবই আত্মবিশ্বাসী। এতে কোনো সন্দেহ নেই। তবে যেটা আমি শুরুতে বলেছি, টি২০ আমাদের জন্য একটু কঠিন। গত দেড়-দুই বছর ধরে আমরা টি২০ খেলি না। শুধু সাকিব ব্যতিক্রম। এর পরও আমরা বেশ আত্মবিশ্বাসী। কারণ ছেলেরা সবাই বেশ ভালো ফর্মে আছে। আর আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলে আশা করছি ভালো একটা ম্যাচ হবে আগামীকাল।’
তাই বলে বাস্তবটা মাথা থেকে ঝেড়ে ফেলেননি তিনি, ‘সত্যি কথা হলো, টি২০ দল হিসেবে আমাদের অনেক ঘাটতি আছে। যেমন সাতে-আটে অসাধারণ মারমুখী কোনো ব্যাটসম্যান এবং সাকিবের সঙ্গে খুব ভালো দু-তিনজন বোলার আমাদের নেই। টি২০-র ক্ষেত্রে কিন্তু ডিফেন্স হলো বেস্ট অফেন্স। অন্যান্য ক্রিকেটে হয়তো অফেন্স বেস্ট ডিফেন্স হয়। আমার মনে হয়, এখনও আমরা এ ফরম্যাটে ওই ধরনের বড় টিমের মতো হতে পারিনি।’
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের বেশ কয়েকজন বলেছিলেন, বাংলাদেশ ফেভারিট। তবে টি২০-তে উভয় দলকে একই কাতারে রাখছেন মাশরাফি, ‘পক্ষপাতহীনভাবেই আমি বলব যে, উভয় দল সমান। এটা সত্যি যে, আমরা এত ম্যাচ খেলি না। শেষ এক-দেড় বছরে আমরা ম্যাচ জিততে পারিনি ওই রকম বড় দলের সঙ্গে। এর পরও আমি বিশ্বাস করি, আমরা তাদের সমান। আমরা যেভাবে ওয়ানডে সিরিজ খেলেছি, যারা তরুণ আছে তারা যদি ওয়ানডের মতো নিজেদের তুলে ধরতে পারে, তাহলে আমার বিশ্বাস ম্যাচটা আমরাও জিততে পারি।’
মাশরাফির মতে টি২০ ফরম্যাটে বোলাররা নাকি ম্যাচ জেতায়, ‘টি২০-তে দেখবেন বোলাররা ভালো করলেই ম্যাচ জেতা সম্ভব হয়। তবে এ ফরম্যাটে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। টি২০-তে প্রথম থেকেই শট খেলতে হয়। বোলারদেরও এটা মাথায় রাখতে হবে। ওয়ানডেতে উইকেটে সেট হওয়ায় জন্য ১৫-২০ বল সুযোগ পাওয়া যায়। কিন্তু এখানে উইকেট পড়লেও পাঁচ-ছয় বলের বেশি সময় পাওয়া যায় না। তবে আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে অবশ্যই ইতিবাচক কিছু হবে।’
মাশরাফির মতে, ভালো খেলার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে আফ্রিদি-তানভিরদের বিশাল অভিজ্ঞতার ভাণ্ডারও কিছু করতে পারবে না।