ওসামনীনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৪৮,অপরাহ্ন ০৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগর থানা পুলিশ শনিবার বেলা ১টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার হোসেন নকি সোনাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বদরুল মিয়া (৪৫)। গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার ওসি মো.মোরছালিন।
তিনি বলেন, থানার এস আই মোশারফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা কুরুয়া বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। শনিবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।