ওসমানীনগরে প্রবাসীর লাশ উদ্ধারসহ ১ব্যবসায়ী খুন
প্রকাশিত হয়েছে : ২:১৬:০২,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগ্রাম গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ হচ্ছে গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের তৈয়ব উল্লার ছেলে কাচাই মিয়া (৪৫)। সোমবার সকাল ৭টার সময় উপজেলার গোলালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের নিজ পুকুর থেকে কাচাই মিয়া (৪৫) নামের এক মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, গতরাত সাড়ে ৯টার সময় কাচাই মিয়া ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। সকালে পুকুরে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কাচাই মিয়ার বাড়ির পুকুর পাড়ে নারিকেল গাছের নিচে নারিকেল কাটার দা, একটি লাইট,গাছে উঠার দড়ির প্যাচ একং অন্য একটি গাচের ডাল ভাঙ্গা দেখে ধারণা করা হয় কাচাই মিয়া রাতে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যেতে পারে। ওসি মুরছালিন জানান- নারিকেল গাছে নিচে মুখ থেঁতলানো অবস্থায় উপুর হয়ে পড়েছিল কাছাই মিয়ার লাশ। পাশে নারিকেল গাছে ডাল ফেলানো ছিল। ধারণা করা হচ্ছে রাতে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে- উপজেলার এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্টু দেব (৪৫) উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা। সোমবার সকালে ওসমানীনগর থানার অদূরে নিজের চায়ের দোকান থেকে গলায় ছুরির আঘাত ও লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার সময় ওসমানীনগর থানা ভবনের পাশে প্রান্ত স্টোরের সাটার অর্ধেক খোলা দেখে নির্মিতব্য থানা ভবনের শ্রমিকরা নিহত মন্টুর কলেজ পড়ুয়া ছেলে নবীন দেবকে খবর দেন।
এসময় নবীন দেব দোকানে এসে সাটার সম্পূর্ন খুলে দোকানের মেঝেতে তার বাবার রক্ত মাখা লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহতের আত্মীয় স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। এসময় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় গামছা দিয়ে প্যাচানো এবং ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হয় রাতের কোন এক সময় তাকে খুন করা হয়েছে।