ওসমানীনগরে জালালিয়ার র্যালী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৫২:৫০,অপরাহ্ন ২১ জুলাই ২০১৪
ওসমানীনগর প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) উপলক্ষে ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। গতকাল সোমবার দুপুর ২টার সময় স্থানীয় গোয়ালাবাজার হাজী মার্কেট জামে মসজিদ থেকে র্যালীটি বের হয়। ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩কিলোমিটার প্রক্ষিন করে তাজপুর মোল্লাপাড়া দাখিল মারাসায় গিয়ে শেষ হয়। সকাল থেকে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা থেকে মুসলিম ছাত্র জনতা মিছিল সহকারে জমায়েত হতে থাকেন। র্যালীতে নানা ধরণের ইসলামী আরবী-বাংলা কালিমা খচিত ব্যানার ও ফেষ্ঠুন শুভা পায়।
শিল্পীর কন্ঠে সালাত-সালাম ও নাতে রাসুল পাঠে মুখরিত করে তুলে উপজেলার রাজপথ। র্যালীতে নেতৃত্বদেন, পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মনোওর আলী, বিশ্বনাথ আলীয়া মারাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, উপদেষ্ঠা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, হাজী আজির উদ্দিন, হাজী সোনাফর আলী, হাজী ধন মিয়া, হাজী পংকি মিয়া, মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুর রব, মাও: আব্দুল বাছিত, হাজি রফিক উল্যা, মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট মহানগর তালামীযের সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, অধ্যক্ষ ড. মাওলানা শহীদ আহমদ বোগদাদী, মাওলানা আসগর আলী, মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, ছাত্রনেতা তৌরিছ আলী, দিলদার আলী, এসআই সাইফুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, জেলা তালামিযের সভাপতি সুলতান আহমদ,ওসমানীনগর তালামীযের সভাপতি ছালেহ আহমদ, সহসভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আমিন, সাইদুর রহমান চৌধুরী, কামাল আহমদ, মকসুদ আহমদ, প্রমুখ। ।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তারা বরেন, মাহনবীর (সা:) আগমনে পৃথিবীতে শান্তি বিরাজ করেছিল। তিনি পথহারা মানব জাতিকে দেখিয়েছে সঠিক পথ। আজ মহানবী বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে কথা বলে নান শড়যন্ত্র করা হচ্ছে। তাই মহানীব আদর্শ বিরোধী নাস্তিকদের প্রতিরোধে ঐক্যবদ্ধের বিকল্প নেই। এদিকে সন্ধ্যায় পরিষদের পক্ষ থেকে আলকোরআন মেমোরাইজিং সেন্টারে ওসমানীনগরে কসিদায়ে বুরদা পাঠ অনুষ্টিত হয়।