ওসমানীনগরে ওসি হত্যা মামলায় ১৩১জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৩৮,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটর ওসমানীনগরের গোয়ালাবাজারে শ্রমিকদের পক্ষে সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ ১৩১জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রেরণ করা হয়েছে। ১৩ এপ্রিল ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অকিল উদ্দিন আদালতে এ মামলার চার্জসিট প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৫জনকে চার্জশিট থেকে অব্যাহতির প্রার্থনা করা হয়েছে।
১৭ই ডিসেম্বর উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে নতুন শাখা স্থাপন করাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষকালে ওসি মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐ দিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮শ লোক’কে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার প্রায় ৪মাস পর গত ১৩ এপ্রিল ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অকিল উদ্দিন উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রধান আসামীসহ ১৩১জনকে অভিযুক্ত করে ১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩৩২/৩৫৩/৩০২/৪২৭/১১৪ ধারা মোতাবেক আদালতে চার্জসিট প্রেরণ করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরছালিন আদালতে চার্জসিট প্রেরনের সত্যতা নিশ্চিত করে বলেন,আদালতের নির্দেশ মোতাবেক আসামিদের গ্রেফতারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।