ওসমানীনগরে ইউনিয়ন কার্যালয়ে অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ১:৫৩:২৯,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন কার্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনে খবর দিলে অগ্নিনির্বাপক কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বিদ্যুতের সট-সাকির্ট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়। এ সময় কার্যালয়ে থাকা একটি ফটোস্টেট মেশিন, কম্পিউটার সহ বিভিন্ন আসবাব পত্র আগুনে পুড়ে যায়।
উপজেলার ফায়ার স্টেশনের ইনচার্জ সামছুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ইলেকট্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।