ওমানে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:৩৯,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
প্রবাস ডেস্ক::
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে একটি ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনায় আরও দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়।
ওমানের বাংলাদেশি হাইকমিশনার একেএম রবিউল ইসলাম, আগুনে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী থেকে ৩৫০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকার একটি কারখানায় এ আগুন লাগে। যখন আগুন লাগে তখন কারখানার শ্রমিকরা ঘুমিয়ে ছিল। হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।