ওবায়দুল কাদেরের চিকিৎসায় হাসপাতালে পৌঁছেছেন দেবী শেঠী
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৪,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় এসে তিনি সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউতে) প্রবেশ করেছেন।
আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান দেবী শেঠী।পরে সেখান থেকে সড়ক পথে সরাসরি যান বিএসএমএমইউতে।
আজ সোমবার বেলা ১২টায় একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর নামার কথা ছিল। কিন্তু তার আসতে ১ ঘণ্টা দেরি হয়।আজ বেলা ১টা ৩০ মিনিটে দেবী শেঠি বিএসএমএমইউর প্রধান ফটক দিয়ে হাসপাতালে ঢুকছেন।
ডা. দেবী শেঠিকে বিমানবন্দরে গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধিদল। দেবি শেঠির সঙ্গে পরামর্শ করেই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া কিংবা চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হবে।