ওবায়দুল কাদেরকে এই মুহূর্তে বিদেশ নেয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য
প্রকাশিত হয়েছে : ৪:৪৮:০৫,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি করা লাগবে কিনা সেটি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর বলা যাবে। বিএসএমএমইউ-তে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডা. কনক কান্তি বড়ুয়া আরো জানান, ওবায়দুল কাদেরের রক্তনালীতে যে ব্লক ধরা পড়েছিল সেটা সরিয়ে দেয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর বলা যাবে বাইপাস সার্জারি লাগবি কিনা। আমাদের সব কিছু রেডি আছে, যদি প্রয়োজন হয়। এই মুহূর্তে দেশের বাইরে নেয়ার প্রয়োজন অনুভব করছেন না বলেও জানান উপাচার্য।