ওবামার ভারত সফর তাই বন্ধ হচ্ছে তাজমহল
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:৫৮,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ উপলক্ষে ভারত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। এরই অংশ হিসেবে তাজমহলেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সাধারণ দর্শনার্থীদের।
প্রজাতন্ত্র দিবসের পরদিন অর্থাৎ ২৭ জানুয়ারি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে তাজমহল। সেই সঙ্গে বন্ধ থাকবে ইন্ডিয়া গেটের দরজাও। তাজ দর্শনে বছরের এটাই অন্যতম সেরা সময়। এর মধ্যে ২৭ জানুয়ারি বন্ধ থাকায় পর্যটকরা অসুবিধায পড়তে পারেন। শুধু তাজ বা ইন্ডিয়া গেট বন্ধ থাকাই নয়, ওবামার ভারত সফরের জন্য দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ থাকবে।
গোটা দিল্লি জুড়ে বসানো হয়েছে সিসিটিভ ক্যামেরা। এই ভারত সফর উপলক্ষও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ওবামার নিরাপত্তা নিশ্চিতে সেদিন গড়া হবে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবারই প্রথম উপস্থিত থাকবেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। ওবামার ভারত সফর উপলক্ষে তাই সাজ সাজ রব পড়ে গেছে ভারতে। দিল্লিকে পরিণত করা হয়েছে দূর্গে। সূত্র: জিনিউজ।