এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত: খালেদা
প্রকাশিত হয়েছে : ২:২৬:১৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ, ডিস সংযোগ বন্ধ করার প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের এ নিষ্ঠুর আচারণে আমি স্তমভিত। গুলশান কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস সচিব মারুফ কামাল সোহেল সাংবাদিকদের এ কথা জানান।
উল্লেখ্য, গতকাল গভীর রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,। এছাড়া আজ শনিবার দিনে তার কার্যালয়ের ইন্টারনেট সংযোগ, মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে এবং তার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জেনারেটর দিয়ে টেলিভিশন চালু রাখায় পরবর্তীতে ডিস লাইন সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে।