‘এ দেশে ১৬ লেনের সড়ক করলেও লাভ নেই’
প্রকাশিত হয়েছে : ৩:৫০:২৭,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ দেশের সব কিছুতেই রাজনীতি। আর এই রাজনীতির কারণেই আমি রাস্তা পরিষ্কার করতে পারি না। আবার রাস্তা পরিষ্কার করতে গেলে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে বলেন, আমার ভোট নষ্ট করবেন না। তারপরও রাস্তা পরিষ্কারের এক থেকে দেড় ঘণ্টা পরে তা আবার দখল হয়ে যায়। তাই এ দেশে ১৬ লেনের সড়ক করলেও কোনও লাভ হবে না।’
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ট্রমালিংক আয়োজিত ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
এসময় সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলেই অনেক কিছুর সমাধান বেরিয়ে আসবে।’
সবার দোয়া আছে বলে আমি বাংলাদেশে বেশ কটি কাজ করতে পেরেছি উল্লেখ করে কাদের বলেন, ‘যেখানে মেট্রোরেলের কাজ ২০২৪ সালে শেষ হতো, সেখানে আমি অনেক অনুরোধ করে সেই কাজ ২০১৯ সালে শেষ করার ব্যবস্থা করেছি।’
উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলেধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘এলিভেটর এক্সপ্রেস, মেট্রোরেল, কর্ণফূলি টানেলের মতো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম রোড ৪ লেন, ঢাকা-ময়মনসিং রোড ৪ লেন ও নবীনগর-চন্দ্রা রোড ৪ লেনে উন্নত করা হয়েছে।
এ দেশের সাধারণ মানুষ আইন মানলেও, অসাধারণ কিছু মানুষ আইন মানতে চায় না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম, অন্যান্য ঈদের মতো এবার চন্দ্রা ও ময়মনসিংহ রোডে যানজট হবে না। কিন্তু কেউ যদি রাস্তায় ফ্রি গাড়ি চালান, যেখানে-সেখানে গাড়ি রাখেন তাহলে তো যানজটমুক্ত কীভাবে সম্ভব?’
আলোচনা সভার সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. জন মুসালেহ্, নিরাপদ সড়ক চাই (নিসচা’র)চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন, সাউথ এশিয়ান ইয়ূথ সোসাইটির প্রেসিডেন্ট তৌফিক এ খান, সিআরপির প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।