এয়ার এশিয়ার বিমানে ১৫৬ জনই ছিলেন ইন্দোনেশীয়
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:০৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
এয়ার এশিয়া নিখোঁজ হওয়া কিউজেড-৮৫০১ বিমানটির ক্রু ও যাত্রীদের মধ্যে ১৫৬ জনই ছিলেন ইন্দোনেশিয়ান। রবিবার সকালে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।
মালয়েশিয়াভিত্তিক কোম্পানি এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ১৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ১৬২ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ১৫৬ জন ইন্দোনেশিয়া, ৩ জন দক্ষিণ কোরিয়া, ১ জন সিঙ্গাপুর, ১ জন মালয়েশিয়া ও ১ জন ফ্রান্সের নাগরিক ছিলেন।
উল্লেখ্য, রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটের দিকে জাকার্তার সুরাবায়া বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় বিমানটি। আকাশে ওঠার ৪২ মিনিট পর নিখোঁজ হয় এটি। ইন্দোনেশীয় পরিবহন বিভাগের কর্মকর্তা হাদি মোস্তফা জানান, যোগাযোগ হারানোর আগে ওই বিমান থেকে অস্বাভাবিক একটি রুটের কথা জিজ্ঞাসা করা হচ্ছিল। সূত্র – রয়টার্স