এয়ার এশিয়ার নিখোঁজ বিমান সাগরে তলিয়ে গেছে!
প্রকাশিত হয়েছে : ৯:০৮:৪০,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়ে সাগরে তলিয়ে গেছে বলে ধারণা করছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান বামবাং সোয়েলিসতাইও একে প্রাথমিক ধারণা উল্লেখ করে বলেন, অনুসন্ধানের ফলাফল মূল্যায়নের পর এ বিষয়ে নিশ্চিত তথ্য জানানো যাবে।
এদিকে, রাতে স্থগিত রাখার পর সোমবার সকাল থেকে আবার শুরু হয় QZ-8501 ফ্লাইটটির অনুসন্ধান অভিযান। বিমানটি খুঁজে বের করার অভিযানে এরই মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া বিমান ও জাহাজ পাঠিয়েছে। জাভা সাগরে এ তল্লাশির কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।