এসএসসি পরীক্ষা পিছিয়েছে
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৪৩,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও দফায় দফায় হরতালের কারণে পূর্ব নির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। জুম্মার নামাযের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষা নিয়ে এসব তথ্য জানান।
আগামীকাল সোমবার থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। এর আগে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়।
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়লে বেশ কয়েকটি পরীক্ষাও পিছিয়ে যায়।