এসআই বিকাশকে প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১২,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী থানায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়। ঘটনার পর নগর ভবনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান গিয়ে এ ঘোষণা দেন।
আসাদুজ্জামান বলেন, এসআই বিকাশ ওই কর্মকর্তার গাঁয়ে হাত তুলে অন্যায় করেছে। একজন পুলিশের কাউকে গ্রেফতার করার অধিকার রয়েছে কিন্তু হাত তোলার অধিকার নেই। তাই তাকে বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।
সকালে সিসিক’র এক কর্মকর্তার সাথে পুলিশের বাকবিতন্ডাকে কেন্দ্র করে নগর ভবনে উত্তেজনা দেখা দেয়। পরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে নগরভবনে ঢুকতে যান সিটি কর্পোরেশনের উপ বিভাগীয় প্রকৌশলী আবুল ফজল খোকন। এসময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি সিসিক’র কর্মকর্তা পরিচয় দেন। পুলিশ পরিচয়পত্র দেখাতে বললে খোকন সাথে নেই বলে জানান। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে খোকন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশকে ধাক্কা মারেন। এ দৃশ্য দেখে পাশে থাকা আর্মড পুলিশের এক সদস্য এসে খোকনকে লাঠিপেটা করেন। বিষয়টি নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহর হস্তক্ষেপে বিষয়টির সমাপ্তি ঘটে।