এলজির স্পিকার পড়বে এসএমএস
প্রকাশিত হয়েছে : ১১:২১:২৪,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
এসএমএস-এ নির্দেশনা দিয়ে স্পিকার নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্ট এলজি। জনপ্রিয় মেসেজিং মাধ্যম ‘লাইন’-এর মাধ্যমে পাঠানো মেসেজ পড়তে পারবে এই ইলেক্ট্রনিক গ্যাজেটটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের দেয়া তথ্য অনুযায়ী, সামনের বছরের ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’ বা সিইএসে মোড়ক উন্মোচন করা হবে এলজির ‘মিউজিক ফ্লো’ স্পিকারটির।
গতানুগতিক ‘প্লে’ এবং ‘স্কিপ’ ছাড়া সহজ ভাষাতেই নির্দেশনা দেয়া যাবে স্পিকারটিতে। উদাহরণস্বরূপ, যদি বলা হয় ‘আজ কিছু পার্টি মিউজিক শোনা যাক’ তাহলে স্পিকারটি পার্টি মিউজিকের তালিকা চালু করবে। এছাড়াও স্পিকারটির এক ফুট দূরত্বের মধ্যে কোনো স্মার্টফোনে গান বাজালে এই স্পিকার স্বয়ংক্রিয় ভাবে সেই গানটি বাজানো শুরু করবে।
‘মিউজিক ফ্লো স্পিকার’ যোগাযোগ স্থাপন করতে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্যবহার করে। যা ব্লুটুথ কানেকশনের তুলনায় অনেক বেশী শক্তিশালী।
ব্যবহারকারী চাইলে অনেকগুলো স্পিকার একসঙ্গে একটি স্পিকার সেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। তিনটি অংশ নিয়ে তৈরি এলজি’র মিউজিক ফ্লো স্পিকারটি কবে পাওয়া যাবে বা দাম কত হবে, এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।