এমাজউদ্দীনকে লাঞ্ছিত করলো ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ও শত নাগরিক কমিটির আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমদ ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন। সকাল ১০ টার দিকে সপরিবারে ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড. এমাজউদ্দীন ও তার পরিবারের সদস্যরা সকালে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট দিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা তাকে লাঞ্ছিত করেন। এসময় ছাত্রলীগ কর্মীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে সাবেক এই ভিসিকে। তারা এমাজউদ্দীনের গাড়িতে লাথি মারে এবং তাকে ঘেরাও করে ধরে।
এ ব্যাপারে ড. এমাজউদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে বেলা সাড়ে ১১ টায় ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের কোন এজেন্ট নেই। একজন ভোটার জানান, তাদেরকে বের করে দেয়া হয়েছে। এ কেন্দ্রটি এখন একচ্ছত্রভাবে সরকার সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন তথা ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে জালভোট চলছে।
বুথগুলোতে ঘুরে দেখা গেছে, ঢাকা কলেজ কেন্দ্রের একটি বুথে মাত্র ৪১টি ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। ওই বুথে ৩৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।