এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : পরিস্থিতি থমথমে
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:০৪,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিলেটের এমসি (মুরারি চাঁদ) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থায় এমসি কলেজ এলাকায় অবস্থান নিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের আজাদ গ্রুপ ও রঞ্জিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সমর্থীত বিজয়কে মারধর করে আ’লীগ নেতা এ্যাডভোকেট রঞ্জিত সরকার সমর্থীত ছয়ফুল, কালা সৌরভ, মানিক ও গাজা টিটু।
সংঘর্ষের ঘটনায় পটকা ফুটানোসহ দেশীয় অস্ত্রের মহড়া কথা উল্লেখ করে এক ছাত্র জানান, সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারে তাই আমি ও আমার সহপাঠি কয়েকজন কলেজ এলাকা ত্যাগ করেছি।
এ নিয়ে কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ ছাত্রছাত্রীরা নতুন সংঘর্ষের আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশের উপ-কমিশনার জিদান আল মুসা জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা ছিলো। আপতত পরিস্থিতি শান্ত রয়েছে। যথেষ্ট পরিমান পুলিশ এমসি কলেজ এলাকায় মোতায়েন রয়েছে।