এমপি ইয়হিয়ার সভায় অস্ত্র প্রদর্শনীকালে হট্টগোল : আটক ২
প্রকাশিত হয়েছে : ২:০৪:৩৩,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর মেন্দিবাগস্থ হোটেল গার্ডেন ইনে জাতীয় পার্টির সভা চলাকালে হট্টগোল ও ব্যাক্তিগত অস্ত্র প্রদর্শনীকালে পুলিশ অভিাযন চালিয়ে দুজন কে আটক করেছে।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানায় শুক্রবার বিকেল চারটার সময় গার্ডেন ইনের হল রুমে জাতীয় পার্টির সভা চলছিলো। সিলেট -২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর ও তার অনুসারীদের সাথে বিশ্বনাথ জাতীয় পার্টির ইয়াহিয়া বিরোধী নেতাদের বাদানুবাদ হয়। ঐ অনুষ্ঠানে যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা তাজ রহমান ও উপস্থিত ছিলো। এ সময় তাজ রহমান এর ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষীরা লাইসেন্সকৃত শটগান প্রদর্শন করলে সভায় হট্টগোল বেঁধে যায়।
এদিকে জাতীয় পার্টির হট্টগোল ও অস্ত্র প্রদর্শনীর খবর পেয়ে এসএমপির মিডিয়া কর্মকর্তা এডিসি রহমত উল্লাহ’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ গার্ডেন ইন হোটেলের নিচে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন।
প্রায় দুই ঘন্টা ধরে পুলিশ নিচে অবস্থান নিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হোটেল কক্ষে আটকা পরে। এ সময় পুলিশ কাউকে হোটেল কক্ষ থেকে বের হতে দেননি। এর মধ্যে হোটেলে অবস্থানরত জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে বৈধ ও অবৈধ অস্ত্রের সন্ধান চালান সোবহানীঘাট ফাড়িঁর এস আই কামাল। পরে সভা থেকে এমপি ইয়হিয়া বের হয়ে আসার সময় এডিসি রহমত উল্লাহ’র সাথে কথা বলেন। এর পর অন্যান্য নেতারা বের হয়ে আসার সময় নিচে দাড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাদের একে একে শরীর চেক করে ছেরে দেয়। এর কিছুক্ষন পর যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা তাজ রহমান তার ব্যাক্তিগত নিরাপত্তারক্ষীদের নিয়ে নেমে আসে। পুলিশ তার নিরাপত্তারক্ষীদের কাছে থাকা শটগানের লাইসেন্স দেখে তাদের ছেরে দেন।
এর আগে ঐ সভা থেকে দুইজন কে গ্রেফতার করার কথা স্বীকার করেন কোতোওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ। তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।