এমএস অফিস ডকুমেন্ট সম্পাদনা এবার ড্রপবক্সেই
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩১,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: ড্রপবক্সে থাকা মাইক্রোসফট অফিস ফাইল দেখা এবং সম্পাদনার কাজটি এবার করা যাবে আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই। এই সুবিধা চালু করেছে ড্রপবক্স।
তবে এজন্য ড্রপবক্স অ্যাপের পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ। ড্রপবক্স অ্যাপ থেকে কোন ডকুমেন্ট ফাইল ওপেন করলে সেটি সরাসরি মাইক্রোসফট অফিস অ্যাপে খুলবে। আর সেখান থেকেই করে নেওয়া যাবে প্রয়োজনীয় সম্পাদনার কাজটি।
সম্প্রতি ড্রপবক্স এবং মাইক্রোসফট যৌথভাবে বেশ কিছু ফিচার চালু করেছে ব্যবহারকারীদের জন্য।