এবার রিয়ালের নজর সিলভার দিকে
প্রকাশিত হয়েছে : ১:০১:৩৪,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
একের পর এক দাপুটে খেলোয়াড় দলে ঢুকানো যেন রিয়াল মাদ্রিদের নিত্যনৈমত্তিক কাজ। এবার তাদের নজর পড়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস সিলভার ওপর। আগামী জানুয়ারিতে রিয়াল সিলভার সঙ্গে চুক্তি সেরে ফেলবে তারা।
১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই আ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নেয়ার চিন্তা করছে রিয়াল কতৃপক্ষ। এদিকে সিলভার সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর চুক্তির মেয়াদ আছে ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু রিয়াল কোচ আনচেলত্তি চাইছেন লুকা মভিচ কিংবা সামি খেদিরার জায়গায় সিলভাকে খেলাতে। কারণ তারা দুইজন প্রায়ই ইনজুরিতে ভোগেন। সিলভাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও ইন্টার মিলান ও চেলসি এই ব্রাজিলিয়ান তারকাকে নেয়ার জন্য প্রস্তাব দিয়েছিল।