এবার রিজভীর বাসায় গোয়েন্দা পুলিশের তল্লাশি
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:৫৭,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাড়া বাসায় তল্লাশি চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রিজভীর স্ত্রী আরজুমান আরা জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর আদাবরের বাসায় মহানগর ডিবি পুলিশের একটি দল রিজভীকে খোঁজ করতে আসে। এসময় বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়াদের সঙ্গে করা চুক্তিপত্র দেখতে চায় ডিবি পুলিশ। এছাড়া বিএনপি নেতা রিজভীকে কেন বাড়ি ভাড়া দেয়া হয়েছে তাও জানতে চান তারা।
পরে বাড়ির মালিক মুস্তাফিজুর রহমান, মারজান ও নিরাপত্তা কর্মী শাহেদকে নিয়ে যায় পুলিশ।