এবার ফেসবুকের মাধ্যমে বিনা পয়সায় ইউরোপ ভ্রমণের সুযোগ!
প্রকাশিত হয়েছে : ১২:৫১:২৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিনা পয়সায় ইউরোপে ছুটি কাটাতে চান? তাহলে আর দেরি না করে ফেসবুকের বন্ধুর সংখ্যা বাড়িয়ে নিন। এই বন্ধুদের সাহায্যেই আপনি ইউরোপ ট্রিপে পেয়ে যেতে পারেন দারুণ ছাড়৷
স্টাকহোমের বিলাসবহুল হোটেল নরডিয়াক লাইট ‘থ্যাঙ্কস গিভিং ডে’ উপলক্ষ্যে এমন ছাড় দিয়েছে। ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা, ফলোয়ার ও লাইকের সংখ্যাই আপনাকে এই দুর্দান্ত ছাড় পাইয়ে দেবে। এই অফারে আপনি সাতদিন সাত রাত এই হোটেলে বিনা পয়সার থাকার সুযোগও পেয়ে যেতে পারেন৷
হোটেল নরডিয়াক লাইট জানিয়েছেন, ফেসবুকের বন্ধু সংখ্যা দু’হাজার ছাড়ালেই সে কেউ এই হোটেলে সাতদিন নিখরচায় থাকতে পারবেন৷ সাধারনতএই পাঁচাতার হোটেলে একরাতের খরচ ২৩০ পাউন্ড। ইনস্টাগ্রাম পেজে একলক্ষ ফলোয়ার আর ফেসবুক পেজে সমানসংখ্যক লাইক থাকলে এই অফারটি প্রযোজ্য।
যারা ফেসবুকে ততটাও জনপ্রিয় নন তারা একেবারেই হতাশ হবেননা। আপনাদের জন্যেও আছে বেশ কিছু অফার৷ ফেসবুকে পাঁচ’শ বন্ধু থাকলেও এই হোটেলে ঘরভাড়া আপনি পেয়ে যাবেন ৫ শতাংশ ছাড়। বন্ধুর সংখ্যা হাজার হলে পেয়ে তাবে ১০ শতাংশ ও দেড়হাজার হলে পাবেন ১৫ শতাংশ ছাড় আর মেরেকেটে বন্ধুর সংখ্যা দু’হাজার ছাড়ালে গোটা ১৬ আনাই ছাড় হিসেবে পেয়ে যাবেন।