এবার তরুণীকে নগ্ন করে সারা গ্রাম চক্কর
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:৫৭,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: এবার নারী নির্যাতনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের লাভপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রামপুরহাটে আরো ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে।
অন্য জাতের লোকের জমিতে মজুর খাটার ‘অপরাধে’ গ্রামের মোড়ল তার সঙ্গীদের নিয়ে এক তরুণীর জামাকাপড় ছিঁড়ে বেধড়ক মারধর এবং যৌন নিগ্রহ করেছে। মোড়লের এক সঙ্গী তরুণীর মুখে প্রস্রাব করে তাকে সেটা চাটতে বাধ্য করেন বলেও থানায় অভিযোগ করেছেন ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, রামপুরহাটের একটি গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকেন স্বামী পরিত্যক্তা ওই তরুণী। পাশের গ্রামের অন্য জাতের বিবাহিত এক যুবকের সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় তার। ওই যুবকের জমিতে মজুর খাটতে শুরু করেন তরুণী। এ খবর গাঁয়ের মোড়লদের কানে পৌঁছতেই স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক ছোট্টু হাঁসদা ফতোয়া দেন, অবিলম্বে ওই যুবকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। না হলে গ্রাম ছাড়তে হবে তাকে। কিন্তু ক্ষুধা মেটানোর তাগিদে মোড়লের ফতোয়া মেনে নিতে পারেনি ওই তরুণী।
এর আগে লাভপুরে অন্য জাতের এক ছেলেকে বিয়ে করায় নিজের সদ্য বিবাহিতা মেয়েকে গলা টিপে হত্যা করেন তার বাবা-মা। ভারতের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীকে শুধু তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার জন্যই হত্যা করা হয়। অন্য জাতের ছেলেকে ভালোবাসায় লাভপুরের তরুণীকে নিয়ে ‘আনন্দ’ করার আদেশ দিয়েছিলেন গ্রামের মোড়ল। সেই আদেশে রাতভর তাকে নিয়ে ‘আনন্দ’ করে কয়েকজন যুবক আর বৃদ্ধা। এরপর ওই তরুণীকে ঘরছাড়া করা হয়। এ ঘটনায় শুরু হয় দেশজুড়ে তোলপাড়, ১৩ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবারও ওই জমিতে কাজে যায় সে। কাজ সেরে পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে তরুণীর পথ আটকায় মোড়ল ছোট্টু। তিনি প্রশ্ন করেন, ‘কেন গিয়েছিলি ওর জমিতে?’ উত্তর দেয়ার আগেই গ্রামের আরো দুই মোড়ল অর্জুন ও শ্রীকান্ত হাঁসদা তরুণীকে নগ্ন করে বেধড়ক মারধর করেন। নগ্ন করেই ঘোরানো হয় গ্রাম।
যন্ত্রণায়, লজ্জায় ওই তরুণী মাটিতে পড়ে গেলেও তাকে রেহাই দেয়া হয়নি। মাটিতে পড়ে থাকা তরুণীর গায়ে প্রস্রাব করে দেন অর্জুন। পরে সেটা চেটে খেতে বাধ্য করান তিনি।
এ ঘটনার পরদিন গতকাল শনিবার ওই তরুণী তিন মোড়লের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়েই পুলিশ গ্রামে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এসপি অলোক রাজোরিয়া বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব শিগগিরই ধরা পড়বে আশা করছি।’