এবার ঢাকা মেডিকেলে হামলা, গাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ৭:৫১:১৯,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বকশিবাজারের পর এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় তারা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। বুধবার পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বাংলামেইলকে জানান, বকশিবাজারের সংঘর্ষের পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর উত্তেজিত কয়েকজন হাসপাতালের সামনে থাকা একটি কালো মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে উত্তেজিতরা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে।