‘এবার ইলিয়াস আলীকেও হাজির করেন’
প্রকাশিত হয়েছে : ১০:৪০:২৯,অপরাহ্ন ১৫ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘গুম, খুনের নাটক সৃষ্টি করেছিল ২০ দল, কিন্তু সেটি তারা পারেন নাই। তাই সালাউদ্দিনকে হাজির করেছেন, এবার ইলিয়াস আলীকেও হাজির করেন।’
শুক্রবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর একাদশতম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘দুই মাস ধরে নিখোঁজ থাকা বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সরকারের হাজির করার প্রয়োজন হয় নি। তিনি নিজেই হাজির হয়ে গেছেন। এখন তিনি বলতে পারেন না কীভাবে ভারত গেলেন।’
এর আগে তিনি দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে কমরেড হাফিজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন- ডা. ওয়াজেদুল ইসলাম খান, সফিউদ্দিন আহমেদ, দিদারুল আলম চৌধুরী, আব্দুল মজিদ প্রমুখ।