এফডিসিতে হঠাৎ শাবনূর
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫৭,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: মূলত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে শুক্রবার অনেকটা আকস্মিকভাবেই এফডিসিতে হাজির হন চিত্রনায়িকা শাবনূর। সকাল ৯টা থেকে এফডিসিতে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে সকাল থেকেই নতুন পুরনো অনেক তারকা ভোট দিতে আসেন।
সেই ধারাবাহিকতায় দুপুরে এফডিসিতে হাজির হন এক সময়ের ব্যস্ততম নায়িকা শাবনূর। এসময় তিনি নতুন শিল্পীদের সঙ্গে উইফি তোলেন। পাশাপাশি নির্বাচনে ভোট প্রদান করেন।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত শাবনূর। মাঝে কিছু দিন অস্ট্রেলিয়াতে প্রবাস জীবন কাটানোর পর গত বছর সন্তানসহ দেশে ফিরেন তিনি। তখন থেকেই শোনা যাচ্ছিলো যে, তিনি আবারো চলচ্চিত্রে নিয়মিত হবেন। যদিও এখন পর্যন্ত সে লক্ষণ চোখে পড়েনি।