এনআইএ গোয়েন্দারা ঢাকায়
প্রকাশিত হয়েছে : ৬:২২:৩৪,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে ঢাকায় পৌঁছেছে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
সোমবার সকাল ১০টা ৩৫মিনিটে তাদের বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে।
চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- এনআইএ’র মহাপরিচালক শারদ কুমার ও সাজিদ ফরিদ
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এনআইএর চার সদস্যের একটি দল সোমবার বাংলাদেশে আসবে।
তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে। কমিটি এনআইএ সদস্যদের সঙ্গে থেকে সহায়তা করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়। তবে এসব বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে সরকার।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে দুজন নিহত হয়। ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে বাংলাদেশের জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করছে ভারত।