‘একুশে টিভি বন্ধে’ সুপ্রিম কোর্ট বারের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১০:৩২:০৪,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সরকার ক্যাবল অপারেটরদের দিয়ে কৌশলে একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে উল্লেখ করে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারী হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার দুপুরে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
লিখিত বিবৃতিতে বলা হয়, “আমরা জানতে পেরেছি যে, গত কয়েকদিনে সরকার গণমাধ্যমের উপর নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করছে।”
একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্ট বার বলেন, তাকে এমন মামলায় গ্রেফতার করা হয়েছে, যে মামলায় তিনি আসামী ছিলেন না।
বিবৃতিতে বলেন, খালেদা জিয়া সংক্রান্ত লাইভ সম্প্রচার করতে বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোর উপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
“বাংলাভিশনের একটি জনপ্রিয় টক শো বন্ধ করে দেয়া হয়েছে। অন্যান্য টকশোতেও জনপ্রিয় আলোচকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একজন রাজনীতিবিদের বক্তব্য প্রচারের উপরও আদালত থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞা এসেছে,” অভিযোগ করেন আইনজীবী সমিতি।
সুপ্রিম কোর্ট বার বলেন, “আমরা মনে করি সরকারের এসব পদক্ষেপ সংবিধান প্রদত্ত বাক স্বাধীনতার অধিকার খর্ব করেছে।”
সরকারের এসকল পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলেন, অতীতে গণমাধ্যমের টুটি চেপে ধরে কারও শেষ রক্ষা হয়নি। বর্তমান অনির্বাচিত সরকারেরও হবে না।