একাধিক পুরস্কারে ভূষিত স্টিভেন স্মিথ
প্রকাশিত হয়েছে : ৪:০২:২৭,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: গেলো বছর দারুণ পারফর্মেন্সের সুবাদে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার পদক জিতলেন অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। মঙ্গলবার সিডনিতে এক অনুষ্ঠানে এই পদকের সাথে সাথে টেস্ট ও ওয়ানডেতেও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।
২৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৪ মৌসুমে ৮১.৮৫ রান গড়ে নয় টেস্টে মোট ১১৪৬ রান সংগ্রহ করেন। যার মধ্যে ছিলো পাঁচটি শতক ও চারটি অর্ধশতক।
এছাড়া মোট ১২টি ওয়ানডে ম্যাচে ৪৯.১৪ গড়ে ৫৪১ রান তোলেন স্মিথ। যার মধ্যে ছিলো দুইটি শতক ও তিনটি অর্ধশতক।
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ক্লার্ক এবং ওয়ানডেতে জর্জ বেইলির বদলি হিসেবে অধিনায়কত্বেও চমক দেখিয়েছেন স্মিথ।