একনজরে ১৪ দলের বিশ্বকাপ স্কোয়াড
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৩৩,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: আর মাত্র ২১ দিন। এর পরেই ফেব্রুয়ারির ১৪ তারিখে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে বসতে চলেছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। সারা পৃথিবীর সেরা ১৪ জাতির এই টুর্নামেন্টে ব্যাটে-বলে হবে জমজমাট লড়াই। আর একটার পর একটা ধাপ পেরিয়ে কে পরবে বিশ্বসেরার মুকুট তা জানতে অপেক্ষা করতে হবে আরো অনেকদিন।
সংবাদ ২১ ডটকম পাঠকদের সুবিধার্থে আজ ১৪ দেশের ১৫ সদস্যের মূল স্কোয়াড তুলে দেওয়া হলো।
আফগানিস্তানঃ
মোহাম্মদ নবি(অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগার স্তানিকজাই, সামিউল্লাহ শেনয়ারি, আফসার জাজাই(উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নাইব, হামিদ হাসান, শাপুর জারদান, দাওলাত জারদান, আফতাব আলম, জাভেদ আহমেদি এবং উসমান ঘানি।
অস্ট্রেলিয়াঃ
মাইকেল ক্লার্ক(অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, অ্যারণ ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন(উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হাজলউড, প্যাট কামিন্স এবং জাভিয়ের ডোহার্টি
বাংলাদেশঃ
মাশরাফি বিন মোর্তজা(অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হোক, সোম্য সরকার, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি এবং তাইজুল ইসলাম।
ইংল্যান্ডঃ
ইয়ন মরগান(অধিনায়ক), মইন আলি, জেমস এন্ডারসন, গ্রে ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, স্ট্রুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, জো রুট, জেমস টেইলর, ক্রিস জরদান, জেমস ট্রেডওয়েল এবং ক্রিস ওকস।
ভারতঃ
মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক ও উইকেটরক্ষক), শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আমবাতি রায়ডু, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন আশ্বিন, আকসার প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদভ, ভুবেনেশ্বর কুমার এবং স্ট্রুয়ার্ট বিন্নি।
আয়ারল্যান্ডঃ
উইলিয়াম পোর্টারফিল্ড(অধিনায়ক), এন্ড্রু বালবিরনি, পিটার চেস, অ্যালেক্স কুসাক, জর্জ ডকরিল, ইড জয়সি, এন্ড্রু ম্যাকব্রিন, স্ট্রুয়ার্ট থম্পসন, টিম মুরটাগ, কেভিন ও’ব্রেইন, নেইল ও’ব্রেইন(উইকেটরক্ষক), পল স্টারলিং, গ্রে উইলসন(উইকেটরক্ষক), জন মুনি এবং ক্রেইগ ইয়ং।
নিউজিল্যান্ডঃ
ব্র্যান্ডন ম্যাককালাম(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট ইলিয়ট, টম লাথেম, মার্টিন গুপটিল, এডাম মিলনে, মিচেল ম্যাকক্লিনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, ড্যানিয়েল ভেট্টরি, কেন উইলিয়ামসন, কোরে এন্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি(উইকেটরক্ষক) এবং রস টেইলর।
পাকিস্তানঃ
মিসবাহ-উল-হক(অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হারিস সোহাইল, উমার আকমল, সোহাইব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, ইহসান আদিল, সোহাইল খান এবং ওয়াহাব রিয়াজ।
স্কটল্যান্ডঃ
প্রেসটন মমসেন(অধিনায়ক), কাইল কোয়েটজার, রিচি বিরিংটন, ফ্রেড্রিক কোলম্যান, ম্যাথু ক্রস(উইকেট রক্ষক), জসুহা ডেভি, আলাসডাইর ইভান্স, হামিস গারডিনার, মাজিদ হোক, মিচেল লেস্ক, ম্যাট ম্যাকান, কলাম ম্যাকলড, সাফিয়ান শরীফ, রবার্ট টেইলর এবং ইয়ান ওয়ার্ডল।
দক্ষিণ আফ্রিকাঃ
এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক), হাসিম আমলা, কাইল অ্যাবোট, ফারহান বেহারদিন, কোয়ান্টন ডি কক(উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, অ্যারণ ফান্সিগো, ভাররন ফিলান্ডার, রিলে রসোউ এবং ডেল স্টেইন।
শ্রীলংকাঃ
এঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, দিমুথ কারুনারত্নে, জিবন মেন্ডিস, তিসারা পেরেরা, সুরাঙ্গ লাকমাল, লাথিস মালিঙ্গা, ধাম্মিকা প্রাসাদ, নুয়ান কুলাসেকেরা, রঙ্গনা হেরাথ এবং সচিত্র সেনানায়েকে।
ওয়েস্ট ইন্ডিজঃ
জেসন হোল্ডার(অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলিমান বেন, ড্যারেন ব্রাভো, জনাথন কার্টার, শেল্ডন কট্ট্রেল, ক্রিস গেইল, সুনীল নারাইন, দীনেশ রামদিন(উইকেটরক্ষক), কেমার রোচ, এন্ড্রু রাসেল, ড্যারেন স্যামি, লিন্ডল সিমনস, ডোয়াইন স্মিথ এবং জেরম ট্রেইলর।
সংযুক্ত আরব আমিরাতঃ
মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নিল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, শায়মান আনোয়ার, আমজাদ আলি, নাসির আজিজ, রোহান মুস্তাফা, মাঞ্জুলা গুরুজ, আন্দ্রি বেরেঙ্গার, ফাহাদ আল হাশমি, মুহাম্মদ নাভিদ, কামরান শেহজাদ এবং কৃষ্ণা কারাত।
জিম্বাবুয়েঃ
এলটন চিগাম্বুরা(অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবা, তেন্দাই চাতারা, চামু চিভাবা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গিনি, হ্যামিল্টন মাসাকাদজা, স্ট্রুয়ার্ট মাতসিকেনেরি, সলোমন মির, তাওয়ান্দা মুপারিওয়া, তিনাসে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর, প্রসপার উতসিয়া এবং সিন উইলিয়ামস।