একদিকে রাস্তা সাফাই করে ছবি, অন্যদিকে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ : রাহুল গাঁন্ধী
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:০০,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: নরেন্দ্র মোদি ও বিজেপিকে তুলোধনা করে রাহুল গাঁন্ধী বললেন, একদল মানুষ, যারা হিংস্র, তারাই আজ ভারত শাসন করছে! নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানকেও স্রেফ ফটো তোলার কর্মসূচি বলে কটাক্ষ করেন তিনি। বলেন, একদিকে ছবি তুলে রাখার জন্য রাস্তা পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে বিষ ছড়ানো হচ্ছে! প্রয়াত জওহরলাল নেহরুর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কংগ্রেসের কনক্লেভে কংগ্রেস সহ সভাপতির ভাষণের নিশানা ছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সাম্প্রদায়িকতার ‘বিষ’ ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন রাহুল নেহরুর উত্তরাধিকার নিয়ে সংঘাত তীব্র করার ইঙ্গিত দিয়ে জওহরলাল নেহরুর ‘উদার ভারত’-কে ধ্বংস করতে যারা মরিয়া, তাদের বিরুদ্ধে লড়াই চালাতে কংগ্রেসকর্মীদের ডাক দেন রাহুল।
রাহুল বা সনিয়া, সরাসরি মোদির নাম করেননি কেউই। তবে তিনিই যে টার্গেট, তা বুঝতে অসুবিধা হয়নি তাঁদের কথায়।রাহুল বলেন, হিংস্র লোকজন আজকাল দেশ চালাচ্ছে।ভালবাসা, ভ্রাতৃত্বের ভিতই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।একদিকে ঘরবাড়ি রং হচ্ছে, রাস্তাঘাট সাফাই চলছে।খচাখচ ছবি তোলা হচ্ছে।অন্যদিকে বিষ ছড়িয়ে দেশের মূল ভিত্তিকেই দুর্বল করে দেওয়া হচ্ছে।প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের উপস্থিতিতেই কংগ্রেস সভানেত্রী দলীয় কর্মীদের সংগঠনকে চাঙ্গা, ঐকবদ্ধ করে নেহরুর উদার ভারতের দৃষ্টিভঙ্গি ধ্বংস করতে মরিয়া শক্তিগুলির মোকাবিলার ডাক দেন।বলেন, নেহরুর দর্শন, তিনি যেভাবে ভারতকে দেখতেন, সেই ধারাকেই শেষ করে দেওয়ার ব্যাপক চেষ্টা চলছে।শুধু ব্যক্তি নেহরুই নন, তাঁর মতাদর্শ, ভাবধারা, তাঁর আজীবনের অবদান, সংগ্রাম, সবই আজ আক্রমণের নিশানায়।
নেহরু আজ বেঁচে থাকলে সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেসকর্মীদের রুখে দাঁড়ানোর ডাক দিতেন বলে মন্তব্য করেন সনিয়া।বলেন, ভারতের আত্মাকে রক্ষা করতে তাদের সাহসী ধর্মনিরপেক্ষ যোদ্ধা হয়ে ওঠার ডাক দিতেন নেহরু।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনুমান, সাম্প্রতিক সাধারণ নির্বাচনে গো হারা কংগ্রেস নেহরুর ১২৫-তম জন্মবার্ষিকী পালন কর্মসূচি সামনে রেখে এনডিএ-বিরোধী রাজনৈতিক দলগুলিকে ধর্মনিরপেক্ষতার ইস্যুতে এক ছাতার তলায় আনতে চাইছে কংগ্রেস।
রাহুল বারবার ভাষণে ঘৃণা, হিংসার রাজনীতির বিপরীতে ভালবাসার রাজনীতির কথা বলেন। রাহুল গত লোকসভা ভোটে কংগ্রেস ভুল করেছিল বলে মেনে নেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, আমি বলছি না, কংগ্রেস ভুল করেনি। অবশ্যই আমরা ভুল করেছি। কিন্তু আমাদের দর্শনে কোনও ভুল নেই। কংগ্রেস প্রেম, ভ্রাতৃত্বের সংগঠন। আজ ক্রোধ, হিংসায় বিশ্বাসীরা দেশ চালাচ্ছে। ওরা বলছে, ইংরেজি হঠাও! আমাদের শুধু হিন্দিতে কাজ চালাতে হবে। দেশ স্বাধীন হওয়ার পরই এমন পদক্ষেপ করা হলে আমাদের যুবসমাজ আইআইটি, আইআইএম, বিদেশে যেতে পারত না!