একটি বেজন্মা গোষ্ঠি শহীদ মিনার ভেঙ্গে দেশদ্রোহীতার প্রমান দিয়েছে—অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৪৯,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: শহীদ মিনার আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি বেজন্মা গোষ্ঠি শহীদ মিনার ভেঙ্গে দেশদ্রোহীতার প্রমান দিয়েছে। যা অত্যান্ত নিন্দনীয়। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনা ছিল নজিরবিহীন। কথাগুলো বলছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পুন:নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের প্রশংসা করে বলেন, শহীদ মিনারের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে সবচেয়ে বেশি অবদান রাখে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় মন্ত্রী আরো বলেন, আমি ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বাইরে থেকে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছি। পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় ও সিলেট শহীদ মিনার এর অন্যতম প্রতিষ্ঠাতা সদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণমন্ত্রী মহসিন আলী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর প্রসংশা করে বলেন, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়কে সুন্দর করে পরিচালনা করার প্রেক্ষিতে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভালো চলছে। সমাজ কল্যাণমন্ত্রী এ সময় উপস্থিত জনগনকে দেশাত্মবোধক গান গেয়ে শোনান।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শহীদ মিনার আমাদের অহংকার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্ধ অংশ সবাইকে শহীদ মিনারের মর্যাদা বজায় রাখতে হবে। সবধরনের অশুভ শক্তিকে প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ এর সংসদ সদস্য মাহমুদ -উস-সামাদ চৌধুরী কয়েস, সংরক্ষিত আসনের (সিলেট-হবিগঞ্জ) এর সাংসদ কেয়া চৌধুরী, কুলাউড়ার সাংসদ আব্দুল মতিন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, সিলেট জেলা ন্যাপ সভাপতি আব্দুল হান্নান ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইফতেখার আহমদ শামীমের স্ত্রী নাজমিন আক্তার।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুন:নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার’র ফলক উন্মোচন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দেয়া হয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠাতা সদর উদ্দিনসহ অন্যান্য প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট প্রধান করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।