একজন সম্ভাবনাময় রাজনীতিবিদকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় বাকশালীরা : ফিনল্যান্ড বিএনপি
প্রকাশিত হয়েছে : ৩:১৯:১৩,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক: বিএনপি দেশে একজন সম্ভাবনাময় রাজনীতিবিদকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় বাকশালীরা। তারা বার বার মিথ্যা মামলা দিয়ে তারণ্যর অহংকার তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে শরিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ আওয়ামী সরকারের দুঃশাসনে চরম অতিষ্ঠ হয়ে জাতি মুক্তির পথ খুঁজছে। তারা জনগনের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগনের প্রতি তাদের কোন দরদ নেই। অবৈধ পথে ক্ষমতার মসনদ আকড়ে থাকতেই আওয়ামীলীগ স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে। বাকশালীদের কালো থাবায় গনতন্ত্র আজ নির্বাসনে। দেশ ও জাতির এই চরম ক্রান্তিকালে তারেক রহামানে দেশে ফিরা অত্যন্ত জরুরি কিন্তু বাকশালীদের প্রতিহিংসার কারণে তা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার ফিনল্যান্ড বিএনপির উদ্যোগে আয়োজিত তারেক রহমানে ৫০ তম জন্ম দিনের অনুষ্ঠানে নেতারা উপরুক্ত কথাগুলো বলেন।
কেন্দ্র অনুমোদিত ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে এবং ফিনল্যান্ড বিএনপির সধারণ সম্পাদক জুলফিকার আশরাফ সাগর ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমানের যৌথ পরিচালনায়। ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি মুহাম্মদ মারুফ রহমান মাহফুজ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে হওয়া আনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি কামরুল হাসান জনি,সিনিয়র সভাপতি এনামুল হক সিপু,সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মানিক,সহ-সভাপতি শওকত আলী মিলন,সহ-সভাপতি জাহাঙ্গির আলম,সহ-সভাপতি ইমাম হুসেন পাভেল,সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, ফিনল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক জুলফিকার আশরাফ সাগর,সিনির, যুগ্ন সাধারন সম্পাদক খান সাইফুল আলাম তপন, সাংঠনিক সম্পাদক মুজিবুর রহমান হিরক, সহ-সাংঠনিক সম্পাদক তাপস খান,উপদেষ্টা ডঃ মামুনুর রাসিদ, সহ-সাংঠনিক সম্পাদক হামিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিএনপির ভাইস চেয়ারম্যানের কর্ম জীবনের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মুহাম্মদ শামীম বেপারী, আইন বিষয়ক সম্পাদক সুমন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত আহমদ আরমান, যুব বিষয় সম্পাদক আসলাম ফকির লিটন,সহ-যুব বিষয়ক সম্পাদক এরশাদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,মানবাধিকার বিষয়ক সম্পাদক তারক হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক তানভির আহমেদ,কাজ নির্বাহী সদস্য নিসাদ হক, নাছরিন বেপারি,নিজল বেগম, নেন্সি হাসান,সাহিলা ডালী, নিপা বেগম, ইসা বেগম,রুপা বেগম প্রমুখ।—বিজ্ঞপ্তি