একজন ছিল একটু বেশীই পাগল
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:৪৪,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: আঁচল চলচ্চিত্র অভিনেত্রী,আমার জীবনে কোন ভালোবাসা দিবস নাই। সব দিনই আমার জন্য ভালবাসা দিবস। অনেকের জীবনে স্কুলে পড়ার প্রপোজ পায়।
কিন্তু আমাকে কেউ প্রথম প্রপোজ করেছে কলেজে পড়ার সময়্। এরপর তো অনেকেই প্রপোজ করেছে। এর মধ্যে একজন ছিল একটু বেশীই পাগল।
একবার আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই আমাকে প্রপোজ করল। কিন্তু আমি তাকে না করে দিলাম। এরপর থেকে সে নাছোড়বান্দা। তার সঙ্গে কেন আমি প্রেম করব না এটা তাকে বলতে হবে। আমার পেছন পেছন প্রতিদিন সে বাসা পর্যন্ত চলে আসে। আমি তো মহা বিরক্ত।
এরপর একদিন তাকে বললাম, আপনি আমাকে ভালবাসেন? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে জীবনে কোনদিন আমার সামনে আসবেন না। এতে সে মনে হয় খুব বেশী কষ্ট পেয়েছিল। এরপর থেকে ঐ ভাইয়াটা আর আমার সামনে আসেনি।