একই ফ্রেমে তারা তিনজন
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:০৪,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
অভি মঈনুদ্দীন ::
হাসান ইমাম, ফেরদৌসী মজমুদার, ডলি জহুর-কিংবদন্তী এই তিন তারকা একই ফ্রেমে কাজ করেছেন। আর এই কিংবদন্তী তিন তারকা যারা নির্দেশনায় কাজ করেছেন তার জন্য এটা অনেক সৌভাগ্যেরই বলা চলে। রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ‘ক্ষনিকালয়’ নাটকে হাসান ইমাম, ফেরদৌসী মজমুদার ও ডলি জহুর অভিনয় করছেন। গত সপ্তাহে শুটিং চলকালীন সময়ে হঠাৎ করেই ফ্রেমবন্দী হন দর্শকপ্রিয় এই তারকা। জনপ্রিয় এই তিন তারকা আলাদাভাবে অনেক নাটকে কাজ করেছেন। তবে একসঙ্গে তাদের তিনজনের কাজ করা হয়ে উঠেনি। ‘ক্ষনিকালয়’ ধারাবাহিক নাটকেই তারা প্রথম একসঙ্গে কাজ করছেন। হাসান ইমাম বলেন, ‘ নির্দেশক হিসেবে রহমতুল্লাহ তুহিন বেশ গুণী একজন নাট্যনির্দেশক।
শিল্পীদের আরাম দিয়ে কীভাবে কাজ আদায় করে নিতে হয় তা বেশ ভালো জানেন তিনি। তাছাড়া ফেরদৌসী মজুমদার কিংবা ডলিজহুরসহ নাটকটিতে আরো যারা কাজ করছেন তাদের সঙ্গে কাজ করতে আমারও বেশ ভালোলাগছে। ‘ ফেরদৌসী মজমুদার বলেন, ‘ তুহিন আমার অত্যন্ত স্নেহভাজন। সাধারণত এখন আমি অভিনয় করিনা বললেই চলে। কিন্তু তুহিনের ভালোবাসার মায়ার জালে জড়িয়ে গেছি। তাই কাজটি না করে থাকতে পারিনি।
‘ ডলি জহুর বলেন, ‘ ক্ষনিকালয় পরিবার যেন আমারই পরিবার। তাই এই পরিবারের একজন হয়ে শিল্পী হিসেবে আমি বেশ গর্বিত। হাসান ভাই কিংবা ফেরদৌসী আপার সঙ্গে কাজ করতে সবসময়ই আমি তৃপ্ত থাকি। কারণ তারা অনেক সম্মানিত গুরুজন। ‘ রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘ক্ষনিকালয়’ ধারাবাহিক নাটকটি নিয়মিতভাবে মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে। এদিকে হাসান ইমাম সর্বশেষ সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘হানিমুন’ চলচ্চিত্রে বাপ্পী চৌধুরীর দাদা চরিত্রে অভিনয় করেছেন। তার ভাষ্যমতে অভিনয় জীবনে এখন তিনি ৬২ বছর পার করছেন। তার চুক্তিবদ্ধ হওয়া প্রথম চলচ্চিত্র আলী মনসুরের ‘জানাজানি’। এতে তার বিপরীতে ছিলেন সুলতানা জামান। শুটিং শুরু হওয়া তার প্রথম চলচ্চিত্র ছিলো মহিউদ্দিনের ‘রাজা এলো শহরে’। এতে তার বিপরীতে ছিলেন চিত্রা সিন্হা এবং হাসান ইমামের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো সালাউদ্দিনের ‘ধারাপাত’। এতে তার নায়িকা ছিলেন সুজাতা।