একই পার্টিতে যখন স্বামীর সাবেক প্রেমিকা উপস্থিত! অতঃপর…
প্রকাশিত হয়েছে : ১১:০৭:২২,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: পুরনো প্রেম ভুলে আজ তারা দু’জনই তাদের ব্যক্তিগত জীবনে সুখী। বলিউডের একসময়ের জুটির দু’জনই আজ নিজেদের সন্তানের বাবা-মা। বাগদান সম্পন্ন হলেও শেষমেশ বিয়ের পিঁড়িতে আর বসা হয়নি।তবে কেমন হয় যদি সেই প্রেমিক প্রেমিকার আবারও দেখা হয়ে যায় তাও আবার সাবেক প্রেমিকের স্ত্রী যেখানে উপস্থিত আছেন।
হ্যাঁ, খুব অদ্ভুদই লাগবে। সম্প্রতি করণ জোহর তার বাড়িতে একটি পার্টির আয়োজন করেন। করণ বরাবরই তার বন্ধুদের নিয়ে পার্টি দিয়ে থাকেন এবারও তাই করলেন। এইদিন করণের পার্টিতে এসেছিলেন কারিশমা কাপুর। তবে কারিশমা আসবে জেনেও পার্টিতে হাজির হয়েছিলেন অভিষেক- ঐশ্বরিয়া। তবে সামনাসামনি হতেই কী করলেন তারা?
জানা যায়, পার্টিতে পুরোটা সময় কারিশমা অমৃতা আরোরার সাথে গল্প করে কাটান। তবে অভিষেক ঐশ্বরিয়ার সাথে চোখে চোখ পড়ে গেলে সৌজন্যমূলক আচরণ করেন। তবে এই পার্টিতে প্রতিবারের মতো শাহরুখ বিহীন গৌরিকে দেখা যায়। কাজেই বুঝতে পারছেন করণের সাথে আদৌ শাহরুখের দূরত্ব বেড়েছে নাকি কমেছে তা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না।